সাধারণ তথ্য
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক প্রণীত উপজেলা নির্দেশিকাসমূহে সন্নিবেশিত মৃত্তিকার পুষ্টি উপাদানের মান নির্দেশক উপাত্তসমূহ ব্যবহার করে ইন্টারনেট প্রযুক্তিভিত্তিক Online Fertilizer Recommendation Systems (OFRS) নামক একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে সুষম সার সুপারিশ সেবা প্রদান করা হচ্ছে। রাজশাহী জেলার সবকটি উপজেলার জন্য এ কার্যক্রম চালু রয়েছে। জেলার যে কোন প্রান্তের একজন কৃষক জমি ও স্থানের কয়েকটি তথ্য দিয়ে মৃত্তিকা উর্বরতা মানের ভিত্তিতে তাঁর চাহিত ফসলের জন্য সুষম সার সুপারিশ পেতে পারেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইট www.srdi.gov.bd অথবা www.frs_bd.com এ প্রবেশ করে তথ্য প্রযুক্তি সেবার মধ্যে ‘অনলাইন সার সুপারিশ’ লিংকটিতে ক্লিক করার মাধ্যমে এ সার্ভিসের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) সহায়তায় উপকারভোগী তথা কৃষক পর্যায়ের ফসলের চাহিদা অনুযায়ী সার সুপারিশ সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে যা মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং কৃষক পর্যায়ে সমাদৃত হয়েছে। অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম প্রবর্তনের ফলে ধান ফসলের ফলন ১৫-২৫% এবং অন্যান্য ফসলের ফলন ১৫-২০% বৃদ্ধি পায়, সারের অপচয় হ্রাস পায়, ফসলের পুষ্টিমান বাড়ে এবং মাটির স্বাস্থ্য ভাল থাকে। উপজেলা নির্দেশিকা সময়োপযোগী করার জন্য নির্দেশিকার তথ্য-উপাত্তসমূহ হালনাগাদ করণের পাশাপাশি OFRS এ ব্যবহৃত ডাটাবেজে সংশ্লিষ্ট উপজেলার তথ্য-উপাত্ত নবায়ন কার্যক্রমও চলমান রয়েছে। ফলে OFRS এর ডাটাবেজে যখনই কোন উপজেলার মৃত্তিকার পুষ্টি উপাদানের বিশ্লেষিত ফলাফল নবায়ন হবে ইন্টারনেট প্রযুক্তির সহজলভ্যতার ভিত্তিতে ঐ উপজেলার কৃষক তথা উপকারভোগী সকলে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট ফসলের জন্য সার সুপারিশ গ্রহণ করতে সক্ষম হবেন। ইন্টারনেট ব্যবহারে প্রযুক্তিগত কোন ত্রুটি বিচ্যুতি দেখা দিলে OFRS এর সার সুপারিশ সেবা গ্রহণ করা সম্ভব হবে না। এ বিবেচনায় কৃষক ও উপকারভোগীদের নিকট সেবা সহজলভ্য রাখার জন্য ইন্টারনেট ভিত্তিক OFRS এর পাশাপাশি Desktop Fertilizer Recommendation System (DTFS) চালু করার লক্ষ্যে SRDI তে বর্তমানে অফ-লাইন ডিজিটাল সার সুপারিশ কর্মসূচী চলমান রয়েছে।
আকাশচিত্র বিশ্লেষণ ও মানচিত্র তৈরি, সরজমিনে মাঠ জরিপ, ভূমি শ্রেণি, মৃত্তিকা ও ভূমি ব্যবহার এবং প্রতিবন্ধকতার তথ্য সংগ্রহ এবং গবেষণাগারে নমুনার রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে ইতোমধ্যে বগুড়া জেলার সবকটি উপজেলায় ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা’ প্রকাশ করা হয়েছে। বর্তমানে প্রতিটি নির্দেশিকা নবায়নের কাজ চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS