Wellcome to National Portal
Main Comtent Skiped

future plan

ভবিষ্যৎ পরিকল্পনা 

উপজেলা নির্দেশিকা নবায়নের জন্য নিয়মিত উপজেলা মাঠ জরিপ এবং হালনাগাদ উপজেলা নির্দেশিকা প্রণয়ন কার্যক্রম অব্যাহত রাখা। অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন এর তথ্য-উপাত্ত হালনাগাদকরণ কার্যক্রম অব্যাহত রাখা এবং উপকারভোগী সংস্থা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করা। কৃষকের নিকট থেকে সংগৃহিত মৃত্তিকা নমুনা স্থায়ী গবেষণাগারে প্রেরণ এবং সুষম সার ব্যবহার বিষয়ে কৃষকের সক্ষমতা বৃদ্ধি করা । এমএসটিএল এর মাধ্যমে কৃষকের মৃত্তিকা নমুনা বিশ্লেষণ ও সার সুপারিশ কার্ড প্রদান কার্যক্রম জোরদার ও সমপ্রসারণ করা।  সুষম সার ব্যবহার বিষয়ে কৃষকের সচেতনতা বৃদ্ধি করা। সারের গুণগত মান নির্ণয়ে সার নমুনা বিশ্লেষণ সক্ষমতা আরও বৃদ্ধি করা। মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা বিষয়ক কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি কর্মিদের প্রশিক্ষণ অব্যাহত রাখা। আইসিটি ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সেবা সহজিকরণ এবং অনলাইন সেবার মান বিস্তৃত করা।

 

২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

 

  1. উপজেলা নির্দেশিকা হালনাগাদকরণের জন্য ২টি উপজেলার মাঠ জরিপ।
  2. জরিপকৃত উপজেলার জন্য হালনাগাদকৃত উপজেলা নির্দেশিকা প্রণয়ন-২টি।
  3. ইউনিয়ন ভিত্তিক ভূমি, মাটি ও সার সুপারিশ সুপারিশ সহায়িকা প্রণয়ন -৫টি ইউনিয়ন সহায়িকা।
  4.  সুষম সার ব্যবহারের জন্য কৃষকদের মাঝে ওএফআরএস ভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ-২৬০টি।
  5. উপজেলা নির্দেশিকার তথ্য-উপাত্তের ভিত্তিতে সার সুপারিশ কার্ড প্রদান-১০০ টি। 
  6.  সুষম সার ব্যবহারের জন্য কৃষকের জমির মাটির নমুনা বিশ্লেষণ-উপাত্ত ব্যবহার করে সার সুপারিশ কার্ড প্রণয়ন ও বিতরণ -১৪০টি।
  7.  মৃত্তিকা ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে কৃষক ও কৃষি কর্মীদের প্রশিক্ষণ -১০০ জন।