Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেলকুচি উপজেলা জরিপ 10/12/2020-31/12/2020 পর্যন্ত
বিস্তারিত

উপজেলা ভিত্তিক কৃষি উন্নয়নের লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন সে এলাকার ভূমি, মৃত্তিকা ও পানি সম্পদ সম্পর্কি ত তথ্য সংগ্রহ ও তার সঠিক ব্যবহার নিরুপনের উপর বিশেষভাবে নির্ভরশীল। এসব সম্পদ সম্পর্কিত তথ্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। ঐসব তথ্যাবলীর সংগে বাস্তব মাঠ পরিস্থিতি সমন্বিত করে কৃষি উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করার জন্য বিগত 1985 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময়ের মধ্যে বিএআরসি এর সামগ্রীক তত্বাবধানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহের কর্মকান্ড সমন্বয়ের মাধ্যমে উপজেলা ভিত্তিক তথ্য সংগ্রহ করে সুন্দরবন এলাকা বাদে সমগ্র বাংলাদেশের সকল উপজেলার ‘‘ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা’’ প্রকাশ করা হয়েছে। মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মতে উপজেলা নির্দেশিকার অনেকাংশে সহজীকরণ/সংযোজন/বিয়োজনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাছাড়া বিএরআরসি কর্তৃক প্রকাশিত ফার্টিলাইলার রিকমেন্ডেশন গাইড 2005 অনুযায়ী ফসলের সার সুপারিশমালা প্রণয়ন করার জন্য উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা নতুন করে মৃত্তিকা নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণসহ হালনাগাদ করার তাগিদে নির্দেশিকা নবায়ন করা প্রয়োজন হয়ে পড়ায় পর্যায়ক্রমে সকল নির্দেশিকা নবায়ন করার কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/01/2021
আর্কাইভ তারিখ
31/01/2022